কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মো: মাহফুজুর রহমান। নবাগত পুলিশ সুপারকে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান কুড়িগ্রামের সাবেক পুলিশ সুপার জনাব আল আসাদ মো: মাহফুজুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ওহিদুন্নবী, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মো: মমিনুল ইসলাম সহ অন্যন্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরে নবাগত পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান নিজ কার্যালয়ে দায়িত্ব বুঝে নেয়ার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।