শেরপুর বগুড়া প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সুস্থ সুন্দর করার লক্ষ্যে শেরপুরে ২০ সেপ্টেম্বর বিকেলে কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে এক বর্ধিত সভার আয়োজন করা হয়। উক্ত জগন্নাথ মন্দিরের ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা আমির মাওলানা দবিবুর রহমান , বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য , সাবেক উপজেলা চেয়ারম্যান কে,এম মাহবুবুর রহমান হারেজ, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, শেরপুর পৌর সভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু , পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু, উপজেলা যুবদলের সভাপতি আশরাফুদ্দৌলা মামুন, উপজেলা জামায়তের প্রচার সেক্রেটারি সাংবাদিক ইফতেখার আলম ,সাংবাদিক সুজিত বসাক ,শুভ অধিকারী শুভ কুন্ডু প্রমূখ। জামায়াত নেতা দবিবুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের বাংলাদেশ এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাঙালি, আমাদের প্রত্যেকের রক্ত লাল।অতএব যারা এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাদের প্রতিহত করা হবে ।
আপনারা প্রতিবছরের ন্যায় এবারেও নিরাপদে আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করবেন। এক্ষেত্রে প্রয়োজনে আমরা আপনাদের মন্দির পাহারা দিব । উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ ও তাদের পাশে থাকার এবং সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং সকল প্রকার ষড়যন্ত্র ও অসাম্প্রদায়িক সৃষ্টি চেষ্টাকারীদের প্রতিহত করার ঘোষণা দেন।