শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর প্রচেষ্টা ক্লাবের উদ্যোগে বিনোদপুর মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৬ সেপ্টেম্বর) বিকালে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় সভাপতিত্ব করেন সুঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির বিপ্লব।
মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথির প্রতিনিধি সমাজসেবা অফিসার মোঃ ওবায়দুল হক ও শেরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল,বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম রেজা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মোঃ আলী হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহাদাৎ হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রুহুল আমিন প্রমুখ।
উক্ত খেলায় রেফারির দায়িত্ব পালন করেন এস আই বীজভান্ডারের সত্বাধিকারী মোঃ ইমদাদুল হক (মিলন)
ফাইনাল ম্যাচে মুখোমুখী হয় ওয়াদুদ একাদশ ও রায়হান একাদশ । ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে । টাইব্রেকারে ৩-২ গোলে জয় নিশ্চিত করেন ওয়াদুদ একাদশ।
খেলা শেষে ফ্রী লটারির ড্র অনুষ্ঠিত করেন সন্মানিত অতিথিবৃন্দ লটারির প্রথম পুরস্কার মোবাইল হ্যান্ডসেট।