শেরপুর(বগুড়া)প্রতিনিধি: শেরপুর টাউন বারদুয়ারী শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করেন উপজেলা প্রশাসন সহ জনপ্রতিনিধি।
অদ্য ৯ অক্টোবর বুধবার রাত্রি নয়টার শেরপুর টাউন বার দুয়ারী শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করেন উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধি গন ,এ সময় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আসিক খাঁন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা দবিবুর রহমান, বি,এন,পির কেন্দ্রীয় কমিটির সদস্য কে,এম মাহবুবুর রহমান হারেজ, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, শেরপুর পৌর সাবেক মেয়র জানে আলম খোকা, জামায়াতের নায়েবে আমির রেজাউল করিম বাবলু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, জামায়াতের এ্যাসিষ্ট্যান্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম প্রমুখ।