শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে সশস্ত্র হামলা ও মারপিটের অভিযোগে দায়ের করা মামলায় সীমাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী (৬৪) কে গ্রেফতার করা হয়েছে। শেরপুর থানা সূত্রে জানাযায়, গতকাল ৭ অক্টোবর(সোমবার) দুপুরে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বেটখৈর এলাকা থেকে তাকে গেফতার করে পুলিশ। তিনি বর্তমানে সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিলেন। গতকালই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল ইসলাম জানিয়েছেন।
গত ২৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বাদি হয়ে ঐ মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক এমপি হাবিবর রহমান, তার ছেলে আসিফ ইকবাল সনি, ব্যক্তিগত সহকারি (পিএস) কোরবান আলী মিলন, সাবেক এমপি ও বগুড়া আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, তাঁর ছেলে শেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সারোওয়ার রহমান মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, পৌর শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন, পৌর সাবেক প্যানেল মেয়র নাজমুল আলম খোকন, সাবেক কাউন্সিলর শুভ ইমরান, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আরো ১৪১জনের নাম উল্লেখ করা হয়েছে।