শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ৫ আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিন হামলায় ভাংচুর করা হয় শেরপুর প্রেসক্লাব। এ উপলক্ষে ১৫ সেপ্টেম্বর বিকাল পাঁচটায় শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে ক্ষতিগ্রস্ত প্রেসক্লাব পরিদর্শন করেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। উক্ত প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ দবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা নাজমুল হক ,অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম , প্রচার সম্পাদক ইফতেখার আলম, বক্তব্য রাখেন বিজয় বাংলা পত্রিকার সম্পাদক আকরাম হোসেন, কালের কণ্ঠের প্রতিনিধি আইয়ুব আলী,প্রথম আলোর প্রতিনিধি সবুজ চৌধুরী, মানবজমিন পত্রিকার আব্দুল আলীম, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম, আব্দুল ওয়াদুদ, আবু জাহের, আব্দুল মমিন প্রমূখ । মত বিনিময় শেষে ক্ষতিগ্রস্ত প্রেসক্লাবকে একটি ল্যাপটপ উপহার প্রদান করা হয় ।